অ্যাডমিট কার্ড ছাড়াই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডির পরীক্ষা

author-image
Harmeet
New Update
অ্যাডমিট কার্ড ছাড়াই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডির পরীক্ষা

নিজস্ব সংবাদদাতা: অ্যাডমিট কার্ড ছাড়াই হয়ে গেল বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা৷ এমন  চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ,শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নম্বর পাঠিয়ে নিয়ে নেওয়া হল গুরুত্বপূর্ণ পরীক্ষা। পিএইচডি এবং এমফিলের পরীক্ষা( কোর্স ওয়ার্ক) হয়েছে এডমিট কার্ড ছাড়াই। পরীক্ষার্থী ছিলেন কয়েকশো জন। সচিত্র এডমিট কার্ডে এই কোর্স ওয়ার্ক হওয়ার কথা। অথচ পরীক্ষার মাত্র দুদিন আগে হোয়াটস অ্যাপ গ্রুপে একটি করে নম্বর পাঠিয়ে দেওয়া হয়।  এডমিট কার্ড বদলে সেই নম্বর দেখেই পরীক্ষা নিয়ে নেওয়া হয়।