নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম : বর্ষাকালে মশাবাহিত রোগ ডেঙ্গু এবং ম্যালেরিয়া প্রতিরোধে স্বাস্থ্য দফতরের সবথেকে বড় চ্যালেঞ্জ হল মশা দমন করা। আর সেই মশা দমনে বিশেষ পদক্ষেপ নিল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক স্বাস্থ্য দফতর। মশার আঁতুড়ঘর নালা, নর্দমায় মশার লার্ভা খেয়ে নিতে সক্ষম গাপ্পি মাছের চারা ছাড়া হল। সোমবার ব্লক স্বাস্থ্য আধিকারিক সীতানাথ হাঁসদার নেতৃত্বে একটি মেডিকেল টিম ব্লকের বেশ কয়েকটি মশার প্রাদুর্ভাব যুক্ত জায়গা নির্বাচন করে জলাশয় এবং নিকাশি নালায় গাপ্পি মাছের চারা ছাড়া হয়। ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এদিন প্রাথমিক পর্যায়ে ব্লক প্রশাসনের সঙ্গে পরামর্শ করে টিকায়েৎপুর এবং ছাতিনাশোল এলাকার মশার লার্ভা উপদ্রুত জলাশয়ে এই মাছ ছাড়া হয়। আগামী দিনে প্রয়োজনে আরও বেশকিছু জায়গায় মশা দমনে এই গাপ্পি মাছের চারা ছাড়া হবে বলে জানা গিয়েছে। এবিষয়ে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিএমওএইচ সীতানাথ হাঁসদা বলেন, 'ডেঙ্গু এবং ম্যালেরিয়া দমনে এই পদক্ষেপ। গাপ্পি মাছ মশার লার্ভা খেয়ে নিতে সক্ষম। তাই জায়গা নির্বাচন করে গাপ্পি মাছের চারা ছাড়া হল।'