দিগ্বিজয় মহালী, পশ্চিম মেদিনীপুর : ডেবরা বাজারে একটি ব্যাগে থাকা চুরি যাওয়া মোবাইল সহ এক চোরকে হাতে নাতে পাকড়াও করলো ডেবরা থানার পুলিশ। সোমবার দুপুরে ডেবরা ওভার ব্রীজের নীচে সন্দেহ ভাজন এক ব্যাক্তিকে দেখে থানায় খবর দেয় কয়েকজন। পরে ডেবরা থানার পুলিশ গিয়ে ওই যুবককে জিজ্ঞাসা করায় সমস্ত কিছু পরিস্কার হয়ে যায়।
ব্যাগ তল্লাশি করতেই মিললো মোবাইল।পরে, কথায় অসংগতি পাওয়ায় যুবককে গ্রেফতার করে পুলিশ। পাওয়া গিয়েছে বেশ কয়েকটি অ্যান্ড্রয়েট মোবাইল। ধৃত যুবকের নাম শ্যামল চিড়িমার।বাড়ি খড়্গপুর টাউন থানার অন্তর্গত ছোটো আয়মা এলাকায়। মঙ্গলবার ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হবে।এমনটাই পুলিশ সুত্রে খবর।