New Update
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : কয়েক ঘন্টার টানা বৃষ্টির জেরে চরম জল যন্ত্রণা চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার বেশকিছু ওয়ার্ডে। জল জমে রাস্তাঘাট-বাড়ির সামনে। জল নিকাশি ব্যবস্থার বেহালদশার জন্য পৌরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছে পৌরবাসী। দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা,জলের অভাবে স্কুলে বন্ধ মিড ডে মিল। জল নেই গৃহস্থের বাড়িতে, ক্ষোভে ফুঁসছে পৌরবাসী,শুরু চরম রাজনৈতিক তরজা।পানীয় জলের অভাবে ক্ষীরপাই পৌরসভার বেশিরভাগ ওয়ার্ডে বাড়িতে অরন্ধন চলছে।
হঠাৎ বৃষ্টিতে ক্ষীরপাই পৌরসভার ৩ নম্বর, ৭ নম্বর, ৫ নম্বর ওয়ার্ডগুলির রাস্তাঘাট জলমগ্ন,অনেক বাড়িতেই ঢুকেছে জল। পৌরবাসীর অভিযোগ, বর্ষার শুরুতেই যদি এই অবস্থা হয় তাহলে বর্ষার বৃষ্টি আরও বাড়লে কি দুর্দশা হবে। বেহাল নিকাশি ব্যাবস্থাকেই দুষছে পৌরবাসী। আর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বলেন, দীর্ঘ ১০ বছর অল্প বৃষ্টি হলেই অনেকের বাড়িতে জল ঢুকে যায়, পৌরসভা এ ব্যাপারে উদাসীন। নিয়মিত নিকাশী নালাগুলি পরিষ্কার করা হয়নি। অপরিকল্পিতভাবে নিকাশী নালা গুলি করা হয়েছে। তার ওপর বিদ্যুৎ না থাকার জন্য পানীয় জলের চরম সমস্যা দেখা দিয়েছে। মানুষ রান্না করতে পারছে না। বাচ্চারা জল পাচ্ছে না।ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ।ক্ষীরপাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এবং ৯ নম্বর ওয়ার্ডের প্রাথমিক দুটি স্কুলে জলের অভাবে মিড ডে মিল বন্ধ করতে হয়েছে।ছোট শিশুরা সপ্তাহের প্রথম দিন বাড়িতে না খেয়ে স্কুলে এসেছে স্কুলে মিড ডে মিল খাওয়ার আশায়। স্কুলে এসে না খেয়ে থাকতে হচ্ছে ছোট বাচ্চাদের,পানীয় জলও মেলেনি বলে দাবি স্কুল কর্তৃপক্ষের।ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান বলেন, 'প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এই ঘটনা ঘটেছে।আগাম আমরা কিছু জানতে পারিনি।আমরা চেষ্টা করছি দ্রুত জল সরবরাহ করার।' ক্ষীরপাই মন্ডল বিজেপির সম্পাদক উজ্জ্বল বলিয়া বলেন, "পৌরসভার তিন তিনটি রিজার্ভার ট্যাঙ্ক থাকা সত্ত্বেও মানুষ জল পাচ্ছে না কেন? পৌরসভা দুর্নীতি করতেই ব্যস্ত তারা নাগরিক পরিষেবা দিবে কেমন ভাবে।"তবে যাই হোক পৌরবাসী বলছে দ্রুত জলের ব্যাবস্থা করুক পৌরসভা।