নিজস্ব সংবাদদাতাঃ আল কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরি আফগানিস্তানে সিআইএ ড্রোন হামলায় নিহত হয়েছেন। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ২০১১ সালে প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকে এই জঙ্গি গোষ্ঠীর জন্য সবচেয়ে বড় আঘাত। এক কর্মকর্তা জানান, রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে সিআইএ'র পক্ষ থেকে ড্রোন হামলা চালানো হয়।
এক বিবৃতিতে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন যে, একটি হামলা হয়েছে এবং এর তীব্র নিন্দা জানিয়ে একে 'আন্তর্জাতিক নীতির' লঙ্ঘন বলে অভিহিত করেছেন।