নিজস্ব সংবাদদাতাঃ চীনা হুঁশিয়ারি উপেক্ষা করে মঙ্গলবার সন্ধ্যায় তাইওয়ান যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। স্থানীয় মিডিয়া বলছে, মঙ্গলবার রাজধানী তাইপেতে রাতযাপন করবেন মার্কিন স্পিকার। জানা গিয়েছে, এশিয়া সফর শুরুর আগেই বুধবার সকালে পেলোসির তাইওয়ানের পার্লামেন্টে যাওয়ার কথা ছিল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের’ পেলোসিকে গ্রহণ করতে বলা হয়েছে। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে, পেলোসির ভ্রমণ পরিকল্পনা সংক্রান্ত সংবাদমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে তাদের কোনও মন্তব্য নেই। মিডিয়ার কাছে বলার মতো কোনও তথ্য তাদের কাছে নেই। শেষ পর্যন্ত পেলোসি তাইওয়ানে যাত্রাবিরতি করলে গত ২৫ বছরের মধ্যে এটিই হবে দেশটিতে কোনও মার্কিন হাউজ স্পিকারের প্রথম সফর।