পেলোসি তাইওয়ান এলে চীনা সেনাবাহিনীও বসে থাকবে না: বেইজিং

author-image
Harmeet
New Update
পেলোসি তাইওয়ান এলে চীনা সেনাবাহিনীও বসে থাকবে না: বেইজিং

নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে এলে চীনের সেনাবাহিনী ‘অলস বসে থাকবে না’। সোমবার এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বেইজিং। চীনা পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। তিনি বলেন, পদমর্যাদা অনুযায়ী ন্যান্সি পেলোসি যুক্তরাষ্ট্রের তৃতীয় শীর্ষ কর্মকর্তা। এমন পদমর্যাদার কারণে তাইওয়ানে তার সফরের গুরুতর রাজনৈতিক প্রভাব রয়েছে। রবিবার এশিয়ার দেশগুলোতে বহুল আলোচিত এই সফর শুরু করেন ন্যান্সি পেলোসি। এদিন তার দফতরের এক বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সফরসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কংগ্রেসের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ন্যান্সি পেলোসি। তবে সোমবার যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, এশিয়া সফরের অংশ হিসেবে পেলোসি তাইওয়ানেও যাবেন বলে আশা করা হচ্ছে। তাইওয়ানের এক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন স্পিকার দেশটিতে রাতযাপন করবেন বলে আশা করা হচ্ছে। তবে ঠিক কখন তিনি দেশটিতে পৌঁছাবেন সেটি স্পষ্ট নয়।