তুরস্ককে ধন্যবাদ জানালেন জাতিসংঘ মহাসচিব

author-image
Harmeet
New Update
তুরস্ককে ধন্যবাদ জানালেন জাতিসংঘ মহাসচিব

নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘদিন পর প্রথমবারের মতো ইউক্রেন থেকে শস্য বোঝাই জাহাজ ছেড়ে যাওয়ার পেছনে ভূমিকা রাখায় তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কিয়েভ ও মস্কোর মধ্যে এক চুক্তির আওতায় সোমবার ওই জাহাজটি ছেড়ে যায়।  অ্যান্টোনিও গুতেরেস বলেন, "ইউক্রেন থেকে শস্য রফতানি পুনরায় শুরু করার চুক্তির পেছনে তুরস্কের প্রচেষ্টা এবং দেশটির নেতৃস্থানীয় ভূমিকা প্রশংসার দাবিদার।" জাতিসংঘ মহাসচিব বলেন, উন্নয়নশীল দেশগুলোতে খাদ্যশস্য, সার এবং খাবার সংক্রান্ত অন্যান্য সামগ্রী যেন যৌক্তিক দামে পাওয়া যায় সেটি নিশ্চিত করা মানবিক দায়বদ্ধতার মধ্যে পড়ে। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা মানুষদের জন্য এই চুক্তিগুলোর প্রয়োজন রয়েছে।