Maharashtra Politics: বিতর্কের জেরে ক্ষমা চাইলেন মহারাষ্ট্রের রাজ্যপাল

author-image
Harmeet
New Update
Maharashtra Politics: বিতর্কের জেরে ক্ষমা চাইলেন মহারাষ্ট্রের রাজ্যপাল

নিজস্ব সংবাদদাতাঃ বিরোধীদের প্রবল সমালোচনার মুখে পড়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি। সোমবার একটি টুইট-বার্তায় তিনি লিখেছেন, ‘গত ২৯ জুলাই একটি প্রকাশ্য কর্মসূচিতে মুম্বইয়ের উন্নয়নে কিছু সম্প্রদায়ের অবদানের প্রশংসা করতে গিয়ে আমি ভুল করেছিলাম। শুধু মহারাষ্ট্র নয়, সমগ্র ভারতের উন্নয়নে প্রত্যেকেরই বিশেষ অবদান রয়েছে।’ প্রসঙ্গত, শুক্রবার একটি কর্মসূচিতে রাজ্যপাল কোশিয়ারি বলেছিলেন, ‘‘গুজরাতি এবং রাজস্থানিরা চলে গেলে মুম্বই আর দেশের বাণিজ্যিক রাজধানী থাকবে না।’’ তাঁর দাবি ছিল, গুজরাতি এবং রাজস্থানি (মারওয়াড়ি) ব্যবসায়ীরা মুম্বই ছাড়লে অর্থসঙ্কটে পড়বে মহারাষ্ট্র। এই নিয়ে রাজনৈতিক দলের সমালোচনার মুখে পড়েন কোশিয়ারি। এমনকী মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছিলেন, তিনি রাজ্য়পালের এই মন্তব্য সমর্থন করেন না। কোশিয়ারিকে সমর্থন জানাননি বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। সকল বিরোধী দলের চরম বিরোধিতার মুখে পড়ে অবশেষে সোমবার মারাঠি ভাষায় টুইট করে ক্ষমা চাইলেন মহারাষ্ট্রের রাজ্যপাল।