জেনারেল কলকাতা মেডিকেল কলেজে পড়ুয়ার রহস্যমৃত্যু, হস্টেলে মিলল ঝুলন্ত দেহ Harmeet 01 Aug 2022 22:04 IST Follow Us New Update নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ছাত্রীর রহস্যমৃত্যু। হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই ছাত্রী। জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম প্রদীপ্তা দাস। কলকাতা মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন তিনি। বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরে। ডাক্তারি পড়াশোনার কারণে মেডিকেল কলেজের হস্টেলে থাকতেন প্রদীপ্তা। সহপাঠী সূত্রে খবর, হস্টেলের যে ঘরে ওই পড়ুয়া থাকতেন সোমবার দুপুর তিনটে থেকে সেটির দরজা বন্ধ। বিকেল পাঁচটা নাগাদ সহপাঠিরা ডাকাডাকি করেও সাড়া পাননি। এতেই সন্দেহ হয় তাঁদের। এরপর দরজা ভাঙতেই উদ্ধার হয় প্রদীপ্তার ঝুলন্ত দেহ। তড়িঘড়ি কলেজের তরফে খবর দেওয়া হয় বেনিয়াপুকুর থানা ও প্রদীপ্তার বাড়িতে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহটি উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। মৃতার পরিবার ও সহপাঠিদের জিজ্ঞাসাবাদ করা হবে। suicide recover dead body suicide attempt dead medical student kolkata national medical college police kolkata west bengal investigate Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন