এই প্রথম, ওমর আবদুল্লার সঙ্গে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর
ধীরে ধীরে ভাঙছে পাকিস্তানের কাঠামো— ভারতের একের পর এক সিদ্ধান্তে নাজেহাল পাকিস্তান, এবার সব থেকে কঠিন পদক্ষেপ নিল ভারত সরকার
পহেলগাঁও হামলার সন্ত্রাসীরা পালাতে পারে এই দেশে— বিমানবন্দরে শুরু তল্লাশি
কাশ্মীরের রাস্তায় নামলো সেনা কনভয়, সব দৌড়াচ্ছে পুলওয়ামার দিকে
পাকিস্তান থেকে মেইল ও পার্সেল আদান-প্রদান স্থগিত, ভারত সরকারের বড় সিদ্ধান্ত
মাধ্যমিকে সপ্তম স্থান- ফোন এল দেবের
পরীক্ষার আগে বাবার স্ট্রোক, ভালো রেজাল্ট করেও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা শালবনীর সুপ্রীতির
পাক অধিকৃত কাশ্মীরে ৪২টির বেশি জঙ্গিদের লঞ্চ প্যাডের হদিশ! লুকিয়ে রয়েছে শতাধিক জঙ্গি
শীঘ্রই যুদ্ধ শুরু হবে! ৪৫০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি পাকিস্তানের

কলকাতা মেডিকেল কলেজে পড়ুয়ার রহস্যমৃত্যু, হস্টেলে মিলল ঝুলন্ত দেহ

author-image
Harmeet
New Update
কলকাতা মেডিকেল কলেজে পড়ুয়ার রহস্যমৃত্যু, হস্টেলে মিলল ঝুলন্ত দেহ

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ছাত্রীর রহস্যমৃত্যু। হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই ছাত্রী। জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম প্রদীপ্তা দাস। কলকাতা মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন তিনি। বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরে। ডাক্তারি পড়াশোনার কারণে মেডিকেল কলেজের হস্টেলে থাকতেন প্রদীপ্তা। সহপাঠী সূত্রে খবর, হস্টেলের যে ঘরে ওই পড়ুয়া থাকতেন সোমবার দুপুর তিনটে থেকে সেটির দরজা বন্ধ। বিকেল পাঁচটা নাগাদ সহপাঠিরা ডাকাডাকি করেও সাড়া পাননি। এতেই সন্দেহ হয় তাঁদের। এরপর দরজা ভাঙতেই উদ্ধার হয় প্রদীপ্তার ঝুলন্ত দেহ। তড়িঘড়ি কলেজের তরফে খবর দেওয়া হয় বেনিয়াপুকুর থানা ও প্রদীপ্তার বাড়িতে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। 

                     

পুলিশের তরফে জানানো হয়েছে, দেহটি উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। মৃতার পরিবার ও সহপাঠিদের জিজ্ঞাসাবাদ করা হবে।