নিজস্ব সংবাদদাতা : ভরা সংসদে, অধিবেশন চলাকালীন কাঁচা বেগুনে কামড় দিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। লোকসভায় সোমার মূল্যবৃদ্ধি নিয়ে বিতর্ক শুরু হয়।কংগ্রেস সাংসদের সাসপেনশনও প্রত্যাহার করা হয়েছে। এদিন মূল্য বৃদ্ধি নিয়ে বিতর্কের অনুমতি দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানান স্পিকারকে।
রান্নার গ্যাসের দাম থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বেড়েই চলেছে তাতে কাঁচা সব্জি খেয়ে অভিনব প্রতিবাদ দেখালেন তৃণমূল সাংসদ। তারপরই প্রশ্ন তোলেন তিনি,"সরকার কি চায় আমরা কাঁচা শাকসবজি খাই?" তিনি বলেন, গত কয়েক মাসে এলপিজি সিলিন্ডারের দাম চারবার বাড়ানো হয়েছে। ৬০০ টাকা থেকে এখন ১১০০ টাকা।