নিজস্ব সংবাদদাতাঃ পুজোর মধ্যে একদিনের ট্যুরে কোথাও ঘুরতে যেতে চাইছেন? কিন্তু বুঝতে পারছেন না কোথায় যাবেন? তাহলে পুজোতে ঘুরে আসুন আধ্যাত্মিক স্থান প্রাচীন মায়াপুর থেকে।
কথিত আছে এই প্রাচীন মায়াপুরেই জন্ম হয়েছিল শ্রী চৈতন্য দেবের। এখনও রয়েছে সেই স্থান। মাত্র ২০০ টকার মধ্যেই এই স্থান থেকে ঘুরে আসা সম্ভব খাওয়া মিলিয়ে। প্রাচীন মায়াপুর ছাড়াও নবদ্বীপে প্রচুর মন্দির রয়েছে। যেখানে গেলে আধ্যাত্মিক শান্তিতে ভোরে উঠবে মন।
যাত্রাপথ- হাওড়া বা শিয়ালদহ থেকে ব্যান্ডেল-কাটোয়া লাইনের ট্রেন ধরে নামতে হবে বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে। সেখান থেকে টোটো করে যাওয়া যাবে প্রাচীন মায়াপুরে। তাছাড়া টোটো বুক করে গোটা নবদ্বীপ শহরের সবকটি মন্দির দেখতে পারেন। সেক্ষেত্রে টোটো ভাড়া ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে পড়বে।