নিজস্ব সংবাদদতাঃ দুর্ঘটনা এড়াতে উল্টোডাঙা উড়ালপুলের দু’দিকের বাঁকে লোহার জাল বসানোর চিন্তাভাবনা করা হচ্ছে।
ওই উড়ালপুলের যে অংশ লেক টাউনের দিকে নামছে, সেই বাঁকের কাছে গত মার্চ এবং এপ্রিলে দু’জন স্কুটার এবং বাইক আরোহীর দুর্ঘটনায় মৃত্যু হয়। দু’টি ঘটনাতেই অতিরিক্ত গতির কারণে যান-সহ উড়ালপুল থেকে নীচে পড়ে যান তাঁরা। এর পরেই কলকাতা ও বিধাননগর পুলিশ উল্টোডাঙা উড়ালপুলের দু’দিকের বাঁকে জাল লাগানোর প্রস্তাব দেয় কেএমডিএ-কে।