নিজস্ব সংবাদদাতাঃ মুখের ত্বককে পরিস্কার, সুস্থ ও হাইড্রেট রাখারা জন্য বাজারচলতি কোনও পণ্যের ব্যবহার দরকার পড়বে না। সাধারণ জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার নিলেই ত্বকের সব সমস্যা এক নিমেষে সমাধান হয়ে যাবে। আরও ভাল ফল পেতে গরম জলের মধ্যে নুন, লেবু, চা, শুকনো গুল্ম বা তেল যোগ করে ভেপার গ্রহণ করেন।নিস্তেজ ও ডিহাইড্রেট ত্বক মনে হলে ফেস স্টিমিংয়ের উপায় নিয়মিত স্কিনকেয়ার রুটিনে তালিকাভুক্ত করে নেওয়া উচিত। কারণ, এর জেরে মুখের রক্তসঞ্চালন দ্রুত উন্নতি লাভ করে। ত্বকে রক্ত সঞ্চালন কম হলে শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়ে। এর জন্য ওয়াটার ভেপার নেওয়া অত্যন্ত প্রয়োজন।