নিজস্ব সংবাদদাতাঃ চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কায় বাড়ছে জ্বালানী তেলের সংকট।
ইতিপূর্বেই একাবার জ্বালানী তেলের সমস্যার জন্য দীর্ঘ লাইনের ভোগান্তি পোহাতে হয়েছে শ্রীলঙ্কার সাধারণ মানুষকে।
তবে এবার সেই সমস্যা দূর করতে শ্রীলঙ্কায় চালু করা হল কিউআর কোডল। এবার থেকে কিউআর কোডের মাধ্যমে শ্রীলঙ্কায় জ্বালানী তেল দেওয়া হবে।