এবার জ্বালানী তেলের ক্ষেত্রে কিউআর কোড চালু করল শ্রীলঙ্কা

author-image
Harmeet
New Update
এবার জ্বালানী তেলের ক্ষেত্রে কিউআর কোড চালু করল শ্রীলঙ্কা

নিজস্ব সংবাদদাতাঃ চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কায় বাড়ছে জ্বালানী তেলের সংকট। 



Sri Lanka down to last day of petrol, new prime minister says - BBC News


ইতিপূর্বেই একাবার জ্বালানী তেলের সমস্যার জন্য দীর্ঘ লাইনের ভোগান্তি পোহাতে হয়েছে শ্রীলঙ্কার সাধারণ মানুষকে। 



Sri Lanka hikes fuel prices as it faces economic collapse | News | Al  Jazeera


তবে এবার সেই সমস্যা দূর করতে শ্রীলঙ্কায় চালু করা হল কিউআর কোডল। এবার থেকে কিউআর কোডের মাধ্যমে শ্রীলঙ্কায় জ্বালানী তেল দেওয়া হবে।