তালেবান ও ইরানি বাহিনীর মধ্যে প্রাণঘাতী সীমান্ত সংঘাত

author-image
Harmeet
New Update
তালেবান ও ইরানি বাহিনীর মধ্যে প্রাণঘাতী সীমান্ত সংঘাত

নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের তালেবান বাহিনী ও ইরানের সীমান্ত রক্ষীদের মধ্যে দুই দেশের সীমান্তে সংঘাতে জড়িয়েছে। রবিবারের এই সংঘাতে এক কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান শাসকগোষ্ঠী। আফগানিস্তানের নিমরোজ প্রদেশ ও ইরানের হিরমান্দ এলাকার সীমান্তে এই সংঘাত হয়েছে। ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে উভয় দেশ।
প্রায় এক বছর আগে তালেবান আফগানিস্তানের শাসনক্ষমতা দখলের পর ইরান সীমান্তে বেশ কয়েকবার সংঘাত হয়েছে। কাবুলের তালেবান সরকারকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি ইরান। সবশেষ সংঘাতের সঠিক পরিস্থিতি অস্পষ্ট। নিমরোজ পুলিশের মুখপাত্র বাহরাম হাকমাল বলেন, ‘আমাদের একজন নিহত এবং একজন আহত হয়েছেন’। ইরানের সিস্তান ভা বালুচিস্তান প্রদেশের হিরমান্দের কর্মকর্তা মায়সাম বারাজান্দেহ জানিয়েছেন ইরানের পক্ষে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।