আইন ভাঙলেই চিৎকার, তাড়া ছোট্ট কুপাতার! নতুন ট্রাফিক পুলিশকে দেখে তারিফের বন্যা

author-image
Harmeet
New Update
আইন ভাঙলেই চিৎকার, তাড়া ছোট্ট কুপাতার! নতুন ট্রাফিক পুলিশকে দেখে তারিফের বন্যা

নিজস্ব সংবাদদাতাঃ ব্যস্ত রাস্তা পেরোতে যে কী সমস্যা, জিজ্ঞেস করুন ভুক্তভোগীদের। কিন্তু আপনি যদি জর্জিয়ার বাটুমিতে থাকেন তাহলে চিন্তা নেই। কুপাতা আছে। কুপাতা কে? সদ্য নেটমাধ্যমে তোলপাড় ফেলে দেওয়া সেই ভিডিয়োয় দেখতে পাওয়া ছোট্ট কুকুরটির নাম কুপাতা। ট্রাফিক পুলিশ থাকুক বা না থাকুক, কুপাতা সদাই তৎপর। সেই ভিডিয়োয় কুপাতাকে দেখা যায়, জাঁদরেল ট্রাফিক সার্জেন্টের মতো গাড়িঘোড়া সামলাতে। কারণ, এক দল বাচ্চা রাস্তা পেরোবে।

                                                   

 ভিডিয়োয় দেখা যায়, বাটুমির একটি রাস্তার ধারে জড়ো হয়েছে বাচ্চারা। রাস্তার সিগনাল লাল হতেই কাজ শুরু হয় কুপাতার। সে দৌড়ে চলে আসে মাঝ সড়কে। একটি গাড়ি সিগনাল ভেঙে একটু এগোতেই তাড়া করে সে। পড়িমরি করে গাড়ি পালায়। তারপর আবার জেব্রা ক্রসিংয়ে ফিরে আসে কুপাতা। এবার অন্য দিকে গাড়ির সামনে রীতিমতো পাহারায় দাঁড়িয়ে যায়। গাড়ি এগোলেই ক্রুদ্ধ চিৎকারে দৌড়ে যায় কুপাতা। ভয়ে কেউই সিগনাল ভাঙার সাহস করে না। আর জেব্রা ক্রসিং দিয়ে নির্বিঘ্নে পেরোয় বাচ্চাদের দল।