হরি ঘোষ, দুর্গাপুরঃ অনলাইনে ভুয়ো পোর্টাল খুলে বাঁকুড়ার মেজিয়ার "মেজিয়ার থার্মাল পাওয়ার স্টেশন" এ স্থায়ী চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকা থেকে গ্রেপ্তার স্বামী - স্ত্রী। অভিযুক্ত মহিলা অনামিকা মুখার্জি দাসকে দূর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ও অভিযুক্ত তাপস দাস অসুস্থ হওয়ায় বর্ধমানে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ধৃত অনামিকা মুখার্জি দাসকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক। মূলত বাঁকুড়া এবং হুগলির আরামবাগের যুবকদের ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগ উঠে। মেজিয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের অধীনস্থ ক্যানেলের চতুর্দিকে অস্থায়ীভাবে কাজও দেওয়া হয় বেশ কয়েকজনকে। কিছুদিন বেতনও দেওয়া হয় অনামিকা মুখার্জি দাসের একাউন্ট থেকে। এরপরই স্থায়ী চাকরি দেওয়ার নাম করে টাকার দাবি করে অভিযুক্তরা। কারও থেকে ৩-৫ লক্ষ টাকা করে নেওয়া হয় বলে অভিযোগ।
দুর্গাপুরের রাঙ্গামাটি সংলগ্ন এলাকায় অফিস খুলেও বসেছিল অভিযুক্ত তাপস দাস এবং অভিযুক্ত অনামিকা মুখার্জি দাস। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ভিত্তিতে শনিবার রাতে বিধান নগর থেকে গ্রেপ্তার হয় দুই অভিযুক্ত। পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে পুলিশ।