জেনারেল ১ টাকায় তারকেশ্বর যাত্রা, স্বপ্নপূরণ তীর্থযাত্রীদের Harmeet 01 Aug 2022 02:53 IST Follow Us New Update হরি ঘোষ, দুর্গাপুরঃ দুর্গাপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে পারিজাত গাঙ্গুলির উদ্যোগে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিবের মাথায় জল ঢালতে রবিবার দুর্গাপুর থেকে শতাধিক পুণ্যার্থীকে এক টাকার বিনিময়ে বাসে করে তারকেশ্বর তীর্থ করাতে নিয়ে যাওয়া হয়। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। উদ্যোক্তাদের দাবি, অনেকেরই স্বপ্ন থাকলেও অর্থের অভাবে তা পূরণ হয় না। তাই স্বপ্ন পূরণ করতেই এই উদ্যোগ এবং তারকেশ্বরে লঙ্গরখানাও লাগানো হয়েছে। যে পুণ্যার্থীরা তারকেশ্বর আসবেন তাঁদের সেবাও করানো হবে। এ ধরনের উদ্যোগে খুশি পুণ্যার্থীরা। Lord Shiva Mahadev Durgapur one rupee tour tarakeshwar parijat ganguly west bengal Dress food Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন