চিলেকোঠা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার বাড়ির মালকিন, দুর্গাপুরের ঘটনায় চাঞ্চল্য

author-image
Harmeet
New Update
চিলেকোঠা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার বাড়ির মালকিন, দুর্গাপুরের ঘটনায় চাঞ্চল্য

হরি ঘোষ, দুর্গাপুরঃ চিলেকোঠায় রক্তাক্ত অবস্থায় পরে বাড়ির মালকিন। বাগানে অচৈতন্য অবস্থায় পরে বাড়ির পরিচারিকা। হতবাক এলাকাবাসী। দুর্গাপুরের অভিজাত এলাকা সিটি সেন্টারের আলাউদ্দিন খাঁ বিথী এলাকায় সাতসকালের এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্তে নামে পুলিশ। স্বামী দীর্ঘদিন আগে মারা গিয়েছে মেয়ে ভিন রাজ্যে থাকে। বর্তমানে বাড়ির মালকিন অপর্ণা ভট্টাচার্য ওই বাড়িতে একাই থাকতেন। প্রাক্তন নার্সিং স্টাফ ছিলেন অপর্ণা দেবী। বাড়ির কাজকর্মের জন্য দুর্গাপুরের বীরভানপুরের অপর্ণা দাস নামের পরিচারিকাকে রেখেছিলেন। তার সাথে মাঝে মধ্যে বিবাদ লেগেই থাকত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার পরিচারিকা অপর্ণা দাস কাজ করছিলেন তখনই বাড়ি লুঠপাঠ চালানোর জন্য আরো এক দুষ্কৃতীকে ডাকে। তখনই ওই দুষ্কৃতী এবং পরিচারিকা বাড়ির মালকিনকে শক্ত লাঠি দিয়ে আঘাত করে। মহিলা চিৎকার করে, পরিচারিকা ও দুষ্কৃতী পালাতে যায় তখনই পরিচারিকা অপর্ণা দাসকে ঠেলে ফেলে ঘটনাস্থলে ছেড়ে পালায় ওই দুষ্কৃতী বলে সূত্রের খবর। বাড়ির মালকিন অপর্ণা ভট্টাচার্যের চিৎকারে ছুটে যায় স্থানীয়রা। মালকিন ও পরিচারিকাকে আশঙ্কাজনক অবস্থায় দেখে খবর দেয় দুর্গাপুর থানার পুলিশকে। দুর্গাপুর থানার পুলিশ ও স্থানীয়রা দুই অপর্ণাকে উদ্ধার করে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করে। দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন প্রাক্তন সিপিআইএম বিধায়ক ভজন চক্রবর্তী। তিনি অভিযোগ করেন ওই পরিচারিকা অপর্ণা দাস বাড়ির মালকিন অপর্ণা ভট্টাচার্যকে বাড়ি বিক্রির জন্য চাপ দিচ্ছিলেন। তাতে সে রাজি না হওয়ায় দুষ্কৃতীদের নিয়ে এসে এই ঘটনা ঘটাই বলে অভিযোগ। দুর্গাপুর নগর নিগমের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় জানান তদন্ত শুরু করেছে এবং কি ঘটনা ঘটেছিল তার সত্যতা খুব দ্রুত সামনে আসবে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর তথাগত পান্ডে জানান প্রাথমিক ভাবে পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হয়েছে।