নিজস্ব সংবাদদাতাঃ কমনওয়েলথ গেমস থেকে ফের সোনা এল ভারতের ঝুলিতে। পুরুষদের ৭৩ কেজি বিভাগের ফাইনালে সোনা জিতলেন বাংলার ছেলে অচিন্ত্য শিউলি। স্ন্যাচ ইভেন্টে ভারতের ভারোত্তোলক অচিন্ত্য শিউলি প্রথম লক্ষ্য নিয়েছিলেন ১৩৭ কেজি। যা তিনি সহজেই তোলেন। দ্বিতীয় চেষ্টায় তিনি তোলেন ১৪০ কেজি। এরপর তৃতীয় চেষ্টায় লক্ষ্য ছিল ১৪৩ কেজি। সেটাও সহজেই তুলে নেন অচিন্ত্য।
স্ন্যাচে নিকটতম প্রতিদ্বন্দ্বী মালয়েশিয়ার এরি হিদায়াত মহম্মদের থেকে ৫ কেজির ব্যবধান তৈরি করেন অতিন্ত্য। হিদায়াত স্ন্যাচে ১৩৮ কেজি ভার তোলেন। ১৩৫ কেজি ভার তুলেছেন কানাডার শাদ ডারসিগনি।
ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রচেষ্টায় অতিন্ত্য ১৬৬ কেজি ভার তোলেন এবং সেই সঙ্গে সার্বিকভাবে গেমস রেকর্ড গড়ে ফেলেন। তিনি দ্বিতীয় প্রচেষ্টায় ১৭০ কেজি ভার তোলার চেষ্টা করে ব্যর্থ হন। অচিন্ত্য তৃতীয় প্রচেষ্টায় ১৭০ কেজি ভার তুলতে সক্ষম হন। সুতরাং, স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩১৩ কেজি ভার তুলে বাজিমাত করেন ভারতীয় তারকা, যা সার্বিকভাবে কমনওয়েলথ গেমসে রেকর্ড।