নিজস্ব সংবাদদাতাঃ নেশাগ্রস্ত মহিলাদের চিকিৎসা করার নামে তাঁদের নেশামুক্তি কেন্দ্রে নিয়ে এসে সেখানে মধুচক্র চালানোর অভিযোগ উঠেছিল হাওড়ার বালিতে। এই অভিযোগকে ঘিরে শনিবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছিল বালির নিশ্চিন্দার ঘোষপাড়ার ওই বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে। মধুচক্র চালানোর অভিযোগে এই নেশামুক্তি কেন্দ্রের তিন কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের রবিবার হাওড়া আদালতে তোলা হয়েছিল। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। যদিও ওই নেশামুক্তি কেন্দ্রের মালিক পিনাকী সরকার এখনও পলাতক। তাঁর খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।