খাবারে আরশোলা, পাকিস্তান সংসদ ভবনে থাকা ২টি ক্যাফেটেরিয়া সিল করল ইসলামাবাদ প্রশাসন

author-image
Harmeet
New Update
খাবারে আরশোলা, পাকিস্তান সংসদ ভবনে থাকা ২টি ক্যাফেটেরিয়া সিল করল ইসলামাবাদ প্রশাসন

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তান সংসদ ভবনে থাকা একটি ক্যাফেটেরিয়ার খাবারে মিলল আরশোলা। আর তারপরই সংসদ ভবনে থাকা দুটি ক্যাফেটেরিয়া সিল করে দিল ইসলামাবাদ প্রশাসন। জানা গিয়েছে, নিম্নমানের খাবার পরিবেশনের কারণে অনেক সংসদ সদস্য ইতিমধ্যেই এই ক্যাফেটেরিয়াগুলোতে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছেন। সর্বশেষ ঘটনায় কয়েকজন সাংসদ খাবারে আরশোলা দেখতে পান। তাঁরা ইসলামাবাদের জেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। প্রশাসনের আধিকারিকরা যখন ক্যাফেটেরিয়াতে অভিযান চালান, তখন তাঁরা খারাপ স্বাস্থ্যবিধি অনুশীলনের পাশাপাশি ক্যাফেটেরিয়া এবং রান্নাঘরে কীটপতঙ্গ দেখতে পান। এর পরিপ্রেক্ষিতে তাঁরা দুটি ক্যাফেটেরিয়া সিল করে দেয়। এই ধরণের ঘটনা প্রথম নয়। ২০১৪ সালে সংসদের একটি ক্যাফেটেরিয়ায় একটি কেচাপের বোতলের মধ্যে আরশোলা পাওয়া গিয়েছিল। ২০১৯ সালে ক্য়াফেটেরিয়ার মাংসের গুণমান নিয়েও প্রশ্ন উঠেছিল। অপরিচ্ছন্নতা শুধু সংসদ ভবনেই সীমাবদ্ধ নয়। অতীতে সংসদ লজেও ইঁদুরের উপদ্রবের খবর সামনে এসেছে।