রাতের আকাশে আলোর মেলা, চিনা রকেটের ধ্বংসাবশেষ প্রবেশ করল পৃথিবীর বায়ুমণ্ডলে

author-image
Harmeet
New Update
রাতের আকাশে আলোর মেলা, চিনা রকেটের ধ্বংসাবশেষ প্রবেশ করল পৃথিবীর বায়ুমণ্ডলে

নিজস্ব সংবাদদাতাঃ প্রত্যাশা মতোই চিনা রকেটের ধ্বংসাবশেষ ভারত মহাসাগরের উপর দিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে আবার প্রবেশ করেছে। আর তারই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। ইউএস স্পেস কমান্ড জানিয়েছে, শনিবার অনেকেই সোশাল মিডিয়ায় উল্কাপাতের ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে রাতের আকাশ জুড়ে লাল, নীল এবং হলুদের আলোর মেলা দেখা যাচ্ছে। ৩১ জুলাই বিপুল পরিমাণ মহাকাশ-বর্জ্যের পৃথিবীতে বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আগেই জানিয়েছিল সেন্টার ফর অরবিটাল অ্যান্ড রিএন্ট্রি ডেব্রিস স্টাডিজ। 

                      

মার্কিন অ্যারোস্পেস কর্পোরেশনের বিশেষজ্ঞদের মতে, ২৪ জুলাই চিনা লং মার্চ ফাইভ ভি রকেট উৎক্ষেপণ করেছিল। এই সাহায্যেই তিয়ানগং স্পেশ স্টেশন নির্মাণের জন্য তিনটি মডিউলের দ্বিতীয়টি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ৫৩.৬ মিটার উচ্চতার মহাকাশ ধ্বংসাবশেষটি ওই উৎক্ষেপণের ফলাফল। সংস্থাটি জানিয়েছিল, মহাকাশের আবর্জনাটি ৩১ জুলাইয়ের দিকে পৃথিবীর বায়ুমণ্ডলে অনিয়ন্ত্রিত ভাবে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে। সম্ভাব্য ধ্বংসাবশেষের ক্ষেত্র হিসেবে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং দক্ষিণ-পূর্ব এশিয়া অন্তর্ভুক্ত রয়েছে।