নিজস্ব সংবাদদাতাঃ মাঙ্কিপক্স সংক্রমণের ফলে প্রথম মৃত্যু ঘটল ভারতে। রবিবার (৩১ জুলাই), কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, ত্রিশুরে মাঙ্কিপক্স আক্রান্ত ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে তিনি মাঙ্কিপক্স আক্রান্ত হয়েছিলেন। শনিবার তাঁর মৃত্যু হয়েছে। গত ২১ জুলাই তিনি ভারতে ফিরেছিলেন। তারপর থেকে পরিবারের সঙ্গেই ছিলেন তিনি। তবে, তীব্র মাথা ব্যথা ও জ্বর এবং শারীরিক ক্লান্তি নিয়ে ২৭ জুলাই তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত যুবকের মাঙ্কিপক্স সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হতে স্বাস্থ্য কর্তারা, আলাপ্পুঝার ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে তাঁর নমুনা পাঠিয়েছেন।