ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ককে ১০ দিনের পুুলিশ হেফাজতে পাঠাল হাওড়া জেলা আদালত

author-image
Harmeet
New Update
ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ককে ১০ দিনের পুুলিশ হেফাজতে পাঠাল হাওড়া জেলা আদালত

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়ার পাঁচলায় ৪৯ লাখ টাকা নিয়ে ধরা পড়া ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক সহ ৫ জনকে ১০ দিনের পুুলিশ হেফাজতে পাঠাল হাওড়া জেলা আদালত। শনিবার রাতে হাওড়ার পাঁচলায় জাতীয় সড়কে গাড়ি তল্লাশিতে ধরা পড়েন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। তাঁরা হলেন জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিজরির বিধায়ক রাজেশ কাচ্ছাপ এবং কোলেবিরার বিধায়ক নমন বিক্সাল কোঙ্গারি। তাঁদের গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৪৯ লাখ টাকা। গতকাল আটক করা হলেও আজ তিন বিধায়ক-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি।

              

ধৃত বিধায়কদের ইতিমধ্যে সাসপেন্ড করছে কংগ্রেস। যদিও কংগ্রেসের দাবি, বিধায়কদের টাকা দিয়ে মহারাষ্ট্রের মতো ঝাড়খণ্ডেও জোট সরকার ফেলার ছক কষছে বিজেপি। তাই বিধায়কদের টাকা দেওয়া হয়েছিল। এদিকে, টাকা উদ্ধারের ঘটনায় নাম জড়াল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। ঝাড়খণ্ডেরই এক কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গল থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, হাওড়া পুলিশের হাতে ধৃত তিন কংগ্রেস বিধায়ক তাঁকে কলকাতায় আসতে বলেছিলেন। সেখানে তাঁকে নিয়ে গুয়াহাটিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। ঝাড়খণ্ডে জেএমএম-কংগ্রেস জোট সরকার ফেলে বিজেপি সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্য ছিল।