আগামীকাল গুজরাটে সফর করবেন অরবিন্দ কেজরিওয়াল

author-image
Harmeet
New Update
আগামীকাল গুজরাটে সফর করবেন অরবিন্দ কেজরিওয়াল

নিজস্ব সংবাদদাতা : সোমবার গুজরাট সফরে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।সৌরাষ্ট্র অঞ্চলের রাজকোটে একটি মন্দির পরিদর্শন করবেন তিনি। গত ৭ দিনের মধ্যে দ্বিতীয়বার রাজকোটে সফর করতে চলেছেন তিনি। সৌরাষ্ট্রে একটি জনসভায় যোগ দেওয়ার কথা কেজরিওয়ালের। আসন্ন বিধানসভা নির্বাচনের বিষয়ে তিনি কী বার্তা দেন তারই অপেক্ষায় আপ কর্মী সমর্থকরা। 

আপ এর সাধারণ সম্পাদক মনোজ সোরাথিয়া জানিয়েছেন,"কেজরিওয়াল আগামীকাল দুপুর ১টায় পোরবন্দর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি গির সোমনাথ জেলার ভেরাভালের উদ্দেশ্যে রওনা হবেন।ভেরাভালের কেসিসি গ্রাউন্ডে (রেলওয়ে কলোনি) বিকেল ৩ টেয় একটি জনসভায় ভাষণ দেবেন। "