নিজস্ব সংবাদদাতাঃ জমি দুর্নীতির কেসে সঞ্জয় রাউতের বাড়িতে হানা দেয় ইডি। এরপর টানা লাগাতার ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শিবসেনা সাংসদকে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। আর এই প্রশ্ন তুলতে শুরু করলেন বিরোধীরা। বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'অনেকসময় অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছে। অনেক সময় অপরাধ না করেও দোষী সাব্যস্ত করা হচ্ছে অনেককে।' অন্যদিকে তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, 'একই দোশে দুষ্ট বিজেপি নেতারা। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন?'