old_সর্বশেষ খবর জেরেমি লালরিনুঙ্গাকে অভিনন্দন জানালেন অনুরাগ ঠাকুর Harmeet 31 Jul 2022 16:42 IST Follow Us New Update নিজস্ব সংবাদদাতা : কমনওয়েলথ গেমসে পুরুষদের ৬৭ কেজি ভারোত্তোলনে সোনা জেতার জন্য রতীয় ভারোত্তোলক জেরেমি লালরিননুঙ্গাকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। প্রসঙ্গত, কমনওয়েলথ গেমসে দ্বিতীয় সোনা জিতেছে ভারত। ভারতীয় ভারোত্তোলক জেরেমি লালরিননুঙ্গা পুরুষদের ৬৭ কেজি ভারোত্তোলনে স্বর্ণপদক জিতেছেন। ফলে বার্মিংহামে ভারতের দ্বিতীয় সোনা লাভ হল। শনিবার ভারত্তোলনে সোনা জেতেন মীরাবাঈ চানু। এরপর রবিবার ভারতকে দ্বিতীয় সোনা এনে দিলেন জেরেমি লালরিননুঙ্গা। common wealth games india gold Jeremy Lalrinnunga WEIGHT LIFTING gold win 2022 CWG Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন