নিজস্ব সংবাদদাতা : একটু বৃষ্টিতেই বেহাল দশা হয় রাস্তার। খানা-খন্দের জেরে সমস্যায় পড়তে হয় সাধারণমানুষকে। আর এই কারণেই ঠিকাদারদের ৫ লক্ষ টাকা জরিমানা করলো পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন। আধিকারিকদের মতে, কাতরাজের ন্যান্সি কলোনির কাছাকাছি থেকে পদ্মজা পার্ক, ধায়ারির কালুবাই মন্দির, পার্বতী পায়থা, মহম্মদওয়াড়িতে পিএমসি স্কুল এবং সুস-মহানলুঙ্গে রোড পর্যন্ত রাস্তা তৈরি করা ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
কর্পোরেশনের কর্মকর্তাদের মতে, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীরা রাস্তা ও গর্তের মূল্যায়ন করেন। এসব প্রকৌশলীকে নগর প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ড অফিসে রাস্তা রক্ষণাবেক্ষণের ক্ষমতা দেওয়া হয়েছে। কর্পোরেশনের আধিকারিকদের মতে, প্রতিটি বর্গমিটার গর্তের জন্য ৫০০০ টাকা ফি নির্ধারণ করা হয়। ১৩৯টি রাস্তার মধ্যে ২২টির ত্রুটির দায়বদ্ধতার সময়সীমার আওতায় ক্ষতিগ্রস্ত হয়েছে।