নিজস্ব সংবাদদাতাঃ চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে বিক্ষোভের জেরে গোটাবায়া রাজাপাক্সার পদত্যাগের পর দ্বীপ রাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন রনিল বিক্রমাসিংহে।
তবে তাকেও রাষ্ট্রপতি হিসাবে মেনে নিতে নারাজ বহু শ্রীলঙ্কান। তার বিরুদ্ধে “গো হোম” শ্রীলঙ্কানবাসী। তবে এবার শ্রীলঙ্কার জনগণের কাছে এই স্লোগান বন্ধ করার অনুরোধ রাখলেন রনিল বিক্রমাসিংহে। তিনি বলেন, “দয়া করে আমায় বাড়ি যেতে বলবেন না, আমার কোনও বাড়ি নেই”।