রেকর্ড গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

author-image
Harmeet
New Update
রেকর্ড গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

নিজস্ব সংবাদদাতাঃ কমনওয়েলথ গেমসে নতুন রেকর্ড গড়ে  সোনা জিতলেন সাইখম মীরাবাঈ চানু। চানুর হাত ধরেই চলতি কমনওয়েলথ গেমসে প্রথম সোনা পেল ভারত। মহিলাদের ৪৯ কেজি বিভাগে স্ন্যাচে ৮৮ কেজি ওজন তুললেন তিনি। যা তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স। সেই সঙ্গে কমনওয়েলথ গেমসেও নতুন রেকর্ড।







স্ন্যাচের পর ক্লিন অ্যান্ড জার্কেও চলল চানু-রাজ। প্রথম প্রচেষ্টায় ১০৯ কেজি ওজন তোলেন তিনি। সব মিলিয়ে তাঁর তোলা ওজন দাঁড়ায় ১৯৭ কেজি। দ্বিতীয় প্রচেষ্টায় আরও ৪ কেজি বেশি, অর্থাৎ ১১৩ কেজি ওজন তোলেন চানু। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে চানুর তোলা মোট ওজন দাঁড়ায় ২০১ কেজি। যা কমনওয়েলথ গেমসে নতুন রেকর্ড। ক্লিন অ্যান্ড জার্কে তৃতীয় প্রচেষ্টায় ১১৫ কেজি ওজন তোলার চেষ্টা করেছিলেন চানু। যদিও সেই প্রচেষ্টায় তিনি সফল হননি।