নিজস্ব সংবাদদাতাঃ মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে আগামী ৫ আগস্ট দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করছে কংগ্রেস। দিল্লিতে দলের সাংসদরা সংসদ থেকে "রাষ্ট্রপতি ভবন" অভিযানে অংশ নেবেন। সিডব্লিউসি সদস্য এবং সিনিয়র নেতৃত্ব সে'দিন "পিএম হাউস ঘেরাও" কর্ম সূচিতে অংশ নেবেন।