বক্সায় ১১টি রয়্যাল বেঙ্গলের অস্তিত্ব রয়েছেঃ বনমন্ত্রী

author-image
Harmeet
New Update
বক্সায় ১১টি রয়্যাল বেঙ্গলের অস্তিত্ব রয়েছেঃ বনমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে চমকে দেওয়ার মতো তথ্য দিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সম্প্রতি আলিপুরদুয়ারে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বনমন্ত্রী বলেন, বক্সায় ১১টি রয়্যাল বেঙ্গল টাইগারের অস্বিত্ব রয়েছে। সুন্দরবনের ৫টি রেঞ্জে নতুন করে রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব মিলেছে। বক্সায় ধাপে ধাপে ভিন রাজ্য থেকে আরও ২০টি রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসা হবে বলেও জানান জ্যোতিপ্রিয়। বনমন্ত্রী জানান, জঙ্গল রক্ষায় এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে বনদফতর। খুব দ্রুত বনকর্মীদের স্যাটেলাইট ফোন, নতুন গাড়ি, মোটরবাইক, অস্ত্র তুলে দেওয়া হবে। তৈরি করা হবে বনদফতরের নিজস্ব ফোর্স। যাদের নিয়ম মেনে অর্থ, মোবাইল ফোন দেওয়া হবে। পুলিশ, মোটর ভেহিক্যাল, বনদফতরকে নিয়ে স্পেশাল টাস্ক ফোর্সও গঠন করা হবে উত্তরবঙ্গে। ড্রোন ব্যবহার করে সার্ভে করা হবে বলেও জানান জ্যোতিপ্রিয় মল্লিক।

             

বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভিতর থেকে ১৫টি গ্রামকে পুনর্বাসন দেওয়া হবে। প্রথম ধাপে জয়ন্তী লাগোয়া ভুটিয়াবস্তি, কালচিনির গাঙ্গুটিয়া বনবস্তিকে সরানো হবে। ধাপে ধাপে আর ১৩টি গ্রাম সরানো হবে। বনমন্ত্রী বলেন, পরিবারের প্রাপ্ত বয়স্ক সকলকে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে। উপযুক্ত স্থানে তাঁদের জমি দেওয়া হবে। টাকা দিলেই কাজ শুরু হয়ে যাবে। জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “আমরা চাই না কেউ সমস্যায় পড়ুক। ১ কিলোমিটার পর্যন্ত ইকো সেনসেটিভ জোনকে কমিয়ে আনার চেষ্টা করছি আমরা। কেউ আর্থিকভাবে সমস্যায় পড়ুক, রাজ্য সরকার কখনও তা হতে দেবে না।”