নিজস্ব সংবাদদাতাঃ ফের অর্পিতা মুখোপাধ্যায়ের বিলাসবহুল ফ্ল্যাটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। এবার তাদের নজরে ডায়মন্ড সিটি সাউথ ফ্ল্যাটের ভিজিটার্স বুক এবং সেখানকার সিসিটিভি ফুটেজ। অর্পিতার ফ্ল্যাটে কাদের-কাদের যাতায়াত ছিল, কবে কখন কে এসেছে, তা খতিয়ে দেখবেন ইডির আধিকারিকরা। সেখান থেকে তদন্তের নতুন কোনও দিক উঠে আসবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
ইডি সূত্রে খবর, শনিবার বিকেলে ইডির আধিকারিকরা ডায়মন্ড সিটির ফ্ল্যাটে হানা দেয়। এই ফ্ল্যাট থেকেই ২১ কোটি ৮০ লক্ষ টাকা-সহ প্রচুর বিদেশি মুদ্রা, গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছিল। এদিকে অর্পিতাকে লাগাতার জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্যও মিলেছে বলে খবর। এমন পরিস্থিতিতে ইডির নজরে অর্পিতার ফ্ল্যাটের ভিজিটার্স বুক এবং সিসিটিভি ফুটেজ। এগুলো খতিয়ে দেখে টাকার পাহাড়ের উৎসের সন্ধান মিলতে পারে বলে মনে করছে ইডি কর্তারা।