দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : করোনার করাল গ্রাসে দীর্ঘ বন্দী জীবনে শিশুদের মনের বিকাশে অনেক পরিবর্তন হয়েছে । স্কুল খোলার পরে আবার গরমের ছুটি বেড়ে যাওয়ায় সে সমস্যা আরো তীব্র হয়েছে । এখন একটু একটু করে স্বাভাবিক হচ্ছে । সব স্কুল চাইছে শিশুদের বিদ্যালয়মুখী করতে , নানান স্কুল তাদের সামর্থ্যের মধ্যে নানান কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের স্কুলমুখী করার উদ্যোগ নিয়েছে । সবং পশ্চিম চক্রের অন্তর্গত আশাপুরা প্রাথমিক বিদ্যালয় । এই বিদ্যালয়ের ২২ জন ( পাঁচ জন মুসলিম শিশু সহ ) শিশুর জন্মমাস পালন হল বিদ্যালয় পরিমণ্ডলে । গত জুন ও জুলাই মাসে এদের জন্মদিন । অতিরিক্ত গরমের ছুটির কারনে দু' মাস বাদে সাপ্তাহিক মূল্যয়ণের পরে বসল জন্মদিনের আসর । পাঁচ জন মুসলিম শিশুসহ মোট বাইশ জনের জন্মদিন পালন হল ।
আসর পরিচালনা ও ব্যবস্থাপনায় বিদ্যালয়ের শিক্ষার্থী পরিষদ ও জন্মমাসের শিশুদের অভিভাবকগণ। সায়নী , শুভজিত , রিয়া , দীপান্বিতা , বিশ্বজিৎ , মুস্তারীরা জন্মদিনের টুপি ও রঙিন পোষাক ও অনান্য সাজে রেঙে ওঠে । নাচ গান আবৃত্তিতে অংশ নেয় কেবল জন্মমাসের শিশুরাই । পঞ্চম শ্রেণীর সবাই উপস্থাপিত করল নাটক " ফনিমনসা ও বনের পরী " । অভিভাবক পিন্টু সাঁতরা বলেন " আমার মেয়ের জন্য এমন জন্মদিন পালন আমি কখনো ভাবিনি , এমন প্রয়াসে ভীষণ খুশি । " কার্তিক ঘোড়াই , গোবিন্দ প্রসাদ কুইল্যা , আমেনা বিবিরা উপস্থিত থেকে এই আনন্দ উপভোগ করেন । শিক্ষার্থী পরিষদ বেলুন ও হিজল ফুলে সাজিয়ে তোলে বিদ্যালয়কে । বিদ্যালয়ের পক্ষ থেকে খাতা , লেখনী, রাখী , বিশেষ বেলুন সহ সব্বাইকে মিষ্টি মুখ করানো হয় বিদ্যালয়ের শিশু সংসদের প্রধানমন্ত্রী ও অনান্য মন্ত্রীদের মাধ্যমে । উৎসাহী অভিভাবগণ সকল শিক্ষার্থীদের হাতে ।