রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

author-image
Harmeet
New Update
রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম :রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। শনিবার সকাল ১০ টা থেকে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার অন্তর্গত রান্টুয়া চকে অবরোধ শুরু হয়। প্রায় এক ঘণ্টা এই অবরোধ চলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলিয়াবেড়া থানার পুলিশ । পরে বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধী রাস্তা সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট দফতরকে জানানোর প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।








পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাস্তায় বাঁশ বেধে, পোস্টার হাতে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে আরো জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু'নম্বর ব্লকের রান্টুয়া থেকে বাজনাগুড়ি পর্যন্ত রাস্তার বেহাল দশা। প্রশাসনকে বারবার জানিয়েও মেলেনি কোনো সুরাহা। প্রতিনিয়ত সমস্যায় ভুগছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকরা। বেশ কয়েকটি গ্ৰামের বাসিন্দাদের একমাত্র ভরসা ওই রাস্তা। গ্ৰামের বাসিন্দাদের শহরে আসতে ওই রাস্তার উপর নির্ভর করতে হয়। তাই গ্ৰামবাসীরা বাধ্য হয়ে শনিবার সকালে রান্টুয়ার ৯ নং রাজ্য সড়কের উপর পথ অবরোধে সামিল হন।পথ অবরোধে আটকে পড়ে বহু যানবাহন চালক। চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকেও।