শহীদ দিবসে ফুটবল ম্যাচের আয়োজন আলিপুরদুয়ারে

author-image
Harmeet
New Update
শহীদ দিবসে ফুটবল ম্যাচের আয়োজন আলিপুরদুয়ারে

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ ২১ শে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলিপুরদুয়ারের জেলা কংগ্রেসের পক্ষ থেকে শহীদ কাপ নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলিপুরদুয়ারের আশুতোষ ক্লাব ময়দানে এই ফুটবল খেলা হয়। আলিপুরদুয়ারের প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা বিশ্বরঞ্জন সরকার এবং অমলেশ দে-র স্মৃতির উদ্দেশ্যে এই খেলার আয়োজন করা হয়। আজকের এই খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন সোমাইনা ক্লাব এবং সকার একাদশ। সকার একাদশ ৩-১ গোলে পরাজিত করে সোমাইনা ক্লাবকে। জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সান্তুনু দেবনাথ বলেন, "আজকের দিনেই গনতন্ত্র রক্ষা করতে গিয়ে প্রান গিয়েছিল কংগ্রেস কর্মীদের।"