নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রের সঙ্গে নতুন আবগারি শুল্ক নীতি নিয়ে বিরোধের জেরে ১ অগস্ট থেকে শুধুমাত্র সরকার চালিত মদের দোকানগুলো খোলা থাকবে দিল্লিতে। ডেপুটি মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া শনিবার এই কথা জানান। নয়া আবগারি নীতি লাগু না হওয়া পর্যন্ত তাই রাজধানীতে মদ সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। এদিন মণীশ সিসোদিয়া বলেন, ‘আমরা নতুন আবগারি নীতি প্রত্যাহার করেছি এবং সরকারি মদের দোকান খোলার নির্দেশ দিয়েছি। আমি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি, নয়া নীতি জারি করার আগে যাতে কোনও বিশৃঙ্খলা না হয়।’
দিল্লি সরকারের এই নীতির কারণে সোমবার থেকে বন্ধ থাকতে চলেছে ৪৬৮টি বেসরকারি মদের দোকান। এর জেরে রাজধানীতে মদের আকাল দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মণীশ সিসোদিয়া অভিযোগ করেছেন, ইডি, সিবিআইকে লেলিয়ে দিয়ে নয়া আবগারি নীতিকে সফল হতে দিচ্ছে না কেন্দ্র। সিসোদিয়ার আরও অভিযোগ, গুজরাটের মতো দিল্লিতেও যাতে শুল্কবিহীন দেশি মদ বিক্রি হয়, তাই চায় কেন্দ্র।