নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে পারেন, সেই নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছে। বেটিং এক্সচেঞ্জ ফার্ম স্মার্কেটস জানিয়েছে, ব্রিটেনের বিদেশ সচিব লিজ ট্রাস কনজারভেটিভ পার্টির প্রধান হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে টেক্কা দিতে পারেন। এই সংস্থার ভবিষ্যদ্বাণী সত্যি হলে বরিস জনসনের চেয়ারে বসতে পারেন ট্রাস। দীর্ঘ ৬ মাস ধরে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী দৌড়ে লড়াই করছেন প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং লিজ ট্রাস। টরি পার্টির সদস্য হিসেবে মোট ১ লক্ষ ৭৫ হাজার ভোটার এই দু’জনের ভাগ্য নির্ধারণ করবে। স্মার্কেটস জানিয়েছে, ট্রাসের প্রধানমন্ত্রীর হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ এবং সুনাকের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ১০ শতাংশ।
স্মার্কেটসের পলিটিক্যাল মার্কেটের হেড ম্যাথু শ্যাডিক বলেন, ” প্রাথমিক লড়াই শেষ হওয়ার পর যখন দু’জন টিকে ছিলেন, তখন ট্রাসের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ৬০ শতাংশ ছিল, সুনাকের ৪০ শতাংশ ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি তার অনুকুলে চলে গিয়েছে।” শ্যাডিক বলেন, “অনেকেই মনে করছেন হিসেবে ঋষি সুনাক এগিয়ে কিন্তু বিতর্ক সভায় ট্রাস অনেক দুর্দান্ত পারফরমেন্স করেছে।”