নিজস্ব সংবাদদাতাঃ ইরাকের নয়া প্রধানমন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। সদ্য ইরাকের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহম্মদ শিয়া আল-সুদানি।
তবে তাকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিতে না পেরে বিক্ষোভ শুরু করেছে ইরাকের জনসাধারণ। ইতিপূর্বে বুধবার হাজার হাজার মানুষ ইরাকের পার্লামেন্টে প্রবেশ করে বিক্ষোভ দেখিয়েছে। শনিবার ফের ইরাকের পার্লামেন্টে হামলা চালাল বিক্ষোভকারীরা।
ইতিমধ্যেই নেট মাধ্যমে ভাইরাল হয়েছে বিক্ষোভকারীদের বেশকিছু ভিডিও। তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে, এক বিক্ষোভকারী পার্লামেন্টে প্রবেশ করে স্পিকারের আসনে বসে তাকে নকল করছেন। দেখুন সেই ভিডিও-