নিজস্ব সংবাদদাতা : দেশে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের হদিশ মেলে কেরলে। তবে স্বস্তির খবর এই যে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম ব্যক্তি সেরে উঠেছেন। এমনটাই জানালেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। তিরুবনন্তপুরমের সরকারি মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন মাক্সিপক্সে আক্রান্ত বছর ৩৫-এর ওই যুবক। শীঘ্রই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন,যেহেতু এটি দেশে মাঙ্কিপক্সের প্রথম কেস ছিল, জাতীয় ভাইরোলজি ইনস্টিটিউটের (এনআইভি) নির্দেশ অনুসারে ৭২ ঘন্টার ব্যবধানে দুবার পরীক্ষা করা হয়েছিল।সমস্ত নমুনা দুবার নেগেটিভ এসেছে। রোগী শারীরিক ও মানসিকভাবে সুস্থ। ত্বকের দাগ পুরোপুরি সেরে গেছে। তাকে আজই ছেড়ে দেওয়া হবে। তার পরিবারের সদস্যদের পরীক্ষার ফলাফলও নেগেটিভ। যারা আক্রান্ত যুবকের সংস্পর্শে এসেছিলেন তাদের রিপোর্টও নেগেটিভ এসেছে।