শান্তিনিকেতনের বাগানবাড়ি ‘অপা’র মালিক পার্থ ও অর্পিতা

author-image
Harmeet
New Update
শান্তিনিকেতনের বাগানবাড়ি ‘অপা’র মালিক পার্থ ও অর্পিতা

নিজস্ব সংবাদদাতাঃ  ইডি’র গ্রেপ্তারির পর থেকে পার্থ ও অর্পিতার যৌথ সম্পত্তি নিয়ে চলছে জোর আলোচনা। শান্তিনিকেতনের প্রান্তিকের ‘অপা’ নামের বাগানবাড়িটি নিয়ে কথাবার্তা চলছে যথেষ্ট। ইডি সূত্রে শোনা গিয়েছিল, ওই বাড়িটি প্রাক্তন মন্ত্রী ও তাঁর ‘ঘনিষ্ঠে’র যৌথ সম্পত্তি। এবার সামনে এল ওই বাড়িটির দলিল। যেখানে মালিক হিসাবে জ্বলজ্বল করছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। 

       

নথিতে উল্লেখ, ২০১২ সালে কলকাতার বাসিন্দা শ্যামলী বন্দ্যোপাধ্যায় ও সুষেণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জমিটি কেনেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। প্রায় ৭ কাঠা মতো জমির ওপর তৈরি হয় অপা। জমির দাগ ও খতিয়ান নম্বর দেখে বোলপুর ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক জানিয়েছেন, ২০২০ সালে জমির মিউটেশন করানো হয়। রেকর্ডে মালিক হিসেবে নাম রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের।