আর্থিক সঙ্কটে ধুঁকছে দেশ, শ্রীলঙ্কায় দেহব্যবসায় নামতে বাধ্য হচ্ছেন মহিলারা

author-image
Harmeet
New Update
আর্থিক সঙ্কটে ধুঁকছে দেশ, শ্রীলঙ্কায় দেহব্যবসায় নামতে বাধ্য হচ্ছেন মহিলারা

নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কটের কথা শুনে আঁতকে উঠেছে বিশ্ব। আর্থিক সঙ্কট থেকে শ্রীলঙ্কাকে টেনে তোলার কোনও পন্থাই কাজে দেয়নি। জ্বালানী তেলের অভাব, মুদ্রাস্ফীতি চরমে ওঠায় শ্রীলঙ্কার প্রায় সব শিল্প-ব্যবসা চরম সঙ্কটে। সবচেয়ে কঠিন সময় শ্রীলঙ্কার বস্ত্রশিল্পে। রোজই একের পর এক বস্ত্রশিল্পের কারখানা বন্ধ হচ্ছে দ্বীপরাষ্ট্রে। আর লঙ্কান মহিলারাই এই শিল্পের সঙ্গে জড়িত। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় জীবন বাঁচাতে দেহব্যবসায় নেমে পড়েছেন বলে খবর। কলম্বোর এক এনজিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, বাধ্য হয়েই রোজ দেশের হাজার হাজার মহিলা দেহব্যবসায় নেমে পড়েছেন। এখনই তাদের বাঁচানোর কোনও ব্যবস্থা না নেওয়া হলে, শ্রীলঙ্কায় আরও খারাপ দিন আসতে চলেছে বলে এসইউএমএল এনজিও-র কর্মী আশিলা দানদেনিয়া জানিয়েছেন। সন্ধ্যা নামতেই কলম্বো, ক্যান্ডি সহ শ্রীলঙ্কার শহরাঞ্চলের কিছু রাস্তায় দেহব্যবসায়ীদের ঢল চোখে পড়ছে বলে খবর।