ইরানে বন্যায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু

author-image
Harmeet
New Update
ইরানে বন্যায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু

নিজস্ব সংবাদদাতাঃ ইরানে শুক্রবার ভারী বর্ষণজনিত বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জন নিহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। তাদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি কার্যক্রম বিষয়ক প্রধান মেহেদি ভ্যালিপুর জানিয়েছেন, ১৮ জন এখনও নিখোঁজ রয়েছে। তিনি জানান, ইরানের ৩১টি প্রদেশের ১৮টিতেই বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে ৪০০টির মতো শহর ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মহাসড়ক বন্ধ হয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি রাজধানী তেহরানের উত্তর-পূর্বে আলবোর্জ পর্বতমালার পাদদেশে ফিরোজ কুহ এলাকা। সেখানে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। তেহরানের গভর্নর মোহসেন মনসুরি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রাণহানির এই সংখ্যা নিশ্চিত করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো আরও ছয় জন নিখোঁজ থাকার কথা জানিয়েছে।