হরি ঘোষ, দুর্গাপুর : জেসিবি সহ পোকলেন মেশিন বিভিন্ন কাজের জন্য এখন ব্যবহৃত হয়। কিন্তু বেশিরভাগ সময় এই সমস্ত মেশিন কাজের জন্য থাকে বাইরে। অনেক সময় মালিক পক্ষকে হতে হয় হেনস্থার শিকার। বিভিন্ন কারণ দেখিয়ে দেওয়া হয় না প্রাপ্য অর্থ, এমনকি বিভিন্ন ভাবে হুমকিও দেওয়া হয়। আর এবার সেই ঘটনা যাতে না ঘটে তাই সকল মালিক পক্ষকে নিয়ে শুরু হলো এক সংগঠন।
পশ্চিম বর্ধমান ইকিউপমেন্ট অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু হলো । এদিন দুর্গাপুরের এ জোনে কল্যাণী ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় যাত্রা। এই সংগঠনের ছাতার তলায় রাজ্যের বিভিন্ন জেলার প্রায় ১০০ জন সদস্য রয়েছে বলে জানান সংগঠনের সদস্যরা।