নিজস্ব সংবাদদাতাঃ খড়গপুর হয়ে নয়, এবার বাঁকুড়া-মশাগ্রাম হয়ে সরাসরি হাওড়া আসবে ইন্টারসিটি এক্সপ্রেস। ফলে সাড়ে চার ঘণ্টার যাত্রাপথের সময় কমে সাড়ে তিন ঘণ্টা হবে। রেলের এই উদ্যোগ পর্যটকদের জন্য সুখবর বলেই মনে করা হচ্ছে। চলতি বছরের মধ্যেই এই ট্রেন পরিষেবা শুরু করবে বলে বার্তা দিয়েছে পূর্ব রেল। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের আবেদনের পর রেল তৎপর হয়। দুই রেলের অপারেশন বিভাগ বিষয়টি খতিয়ে দেখা শুরু করে। বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়ার লাইন থাকলেও রায়নগর থেকে মশাগ্রামের লাইনের গ্রেডিয়েন্ট খানিকটা নিচু। যদিও কয়েক মাসের মধ্যে তা উঁচু করাতে কোনও সমস্যা হবে না। বাসুদেব আচার্য জানান, জিএম স্পষ্টভাবে জানিয়েছেন, একটি ট্রেন চললে গ্রেডিয়েন্ট হাই করা সমস্যার হবে না। তবে একাধিক ট্রেন চালাতে গেলে নতুন কাজের অনুমোদন নিতে হবে। এখন একটি মাত্র ট্রেন চলবে হাওড়া পরবর্তী ক্ষেত্রে আরও ট্রেন বাড়ানো হবে বলে জানানো হয়েছে। এই ট্রেনের ফলে খুব শীঘ্রই বাঁকুড়া থেকে দক্ষিণ দামোদরের মানুষেরা সহজে কলকাতা যাতায়াত করতে পারবে।