ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে টেট উত্তীর্ণদের বিক্ষোভ অব্যাহত

author-image
Harmeet
New Update
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে টেট উত্তীর্ণদের বিক্ষোভ অব্যাহত

নিজস্ব সংবাদদাতাঃ বিকেল গড়িয়ে রাত। রাত পেরিয়ে সকাল। ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে রাতভর অবস্থান বিক্ষোভে শামিল ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণরা। নিয়োগ সংক্রান্ত জটিলতার কথা তুলে ধরতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি দেখা করতে চান তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সাক্ষাৎ করতে পারেননি ঠিকই। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বিক্ষোভকারীদের সঙ্গে আগামী সাতদিনের মধ্যে আলোচনা করার কথা বলেন তিনি। শুক্রবার এসএসসি আন্দোলনকারীদের আট প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটের অফিসের ওই বৈঠকে ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ক্যামাক স্ট্রিটে অভিষেকের দপ্তরে যখন বৈঠক চলছে, তখন বাইরে জমায়েত করে আরও একটি চাকরিপ্রার্থীর দল। জমায়েতকারীদের দাবি, তাঁরা ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ। এসএসসি আন্দোলনকারীদের বৈঠকের খবর পেয়ে তাঁরাও ক্যামাক স্ট্রিটে এসে হাজির হন। 


মূল বৈঠক শেষ হয়ে গেলেও বাইরে থাকা প্রাথমিক টেট উত্তীর্ণরা নিজেদের দাবিতে অনড় থাকেন। দীর্ঘ অপেক্ষার পর তাঁরা সেখানেই বিক্ষোভের পথে যান। খবর যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাঁদের সঙ্গে কথা বলতে প্রতিনিধি পাঠান। কিন্তু তাতে তেমন আশানুরূপ ফল মেলেনি। এই দলটির বক্তব্য, তাঁরা সরাসরি অভিষেকের সঙ্গে কথা বলবেন। শেষে তাঁদের বার্তা পাঠানো হয় ডেপুটেশন নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে যোগাযোগ করতে। তাঁদের সমস্যাকেও গুরুত্ব দিয়ে দেখা হবে। তবে তাতেও অনড় ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণরা। রাতভর অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হন তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত অবস্থানের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন প্রাথমিক টেট উত্তীর্ণরা।