নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশের একটি গ্রামে নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যকে শুক্রবার একদল লোক লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছে। ঘটনাটি ঘটেছে সেহোর জেলার একটি গ্রামে। মারধরের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, পঞ্চ রাকেশ লোধি নামের পঞ্চায়েতের সদস্য কয়েকজন সহকারীকে নিয়ে এলাকায় কাজের পরিস্থিতি খতিয়ে দেখতে যান। সেই সময় মহেশ লোধির নেতৃত্বে প্রায় পাঁচজনের একটি দল সেখানে আসে। তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আচমকা লাঠিসোঁটা দিয়ে রাকেশকে মারধর করতে শুরু করেন মহেশ ও তাঁর দলবল।
ব্যস্ত রাস্তার মাঝখানে লাঠি দিয়ে বেধড়ক মারধর চলতে থাকে। ভিডিওতে দেখা যাচ্ছে যে রাকেশ রাস্তার উপর কুঁকড়ে রয়েছেন। তাঁর পিঠ, পেট এবং মাথায় লাঠি দিয়ে আঘাতের পর আঘাত করা হচ্ছে। লাঠি দিয়ে মারা ছাড়াও চলছে লাথি ও ঘুষি। তিনি নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। পুলিশ জানিয়েছে, একটি মামলা দায়ের করা হয়েছে। রাকেশ ও সোনুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।