নিজস্ব সংবাদদাতাঃ মুম্বাই ও থানে শহরের অর্থনীতি নিয়ে এবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। তিনি দাবি করেন মুম্বাই ও থানের অর্থনীতি গুজরাটি এবং রাজস্থানী মানুষদের ওপর নির্ভর করছে। তাদের ছাড়া মুম্বাই ও থানের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে।
তিনি বলেন, “যদি মহারাষ্ট্র, বিশেষ করে মুম্বাই এবং থানে থেকে গুজরাটি ও রাজস্থানীদের সরিয়ে দেওয়া হয়, তাহলে এখানে কোনো টাকা অবশিষ্ট থাকবে না। মুম্বই দেশের আর্থিক রাজধানী থাকতে পারবে না”।